ছবি: গেটি ইমেজ
বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪২ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৪১ রান করেছে কিউইরা।
নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন ৩ ছক্কা ও ১০ চারে ২৯ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন। গাপটিল করেছেন ১৯ বলে ৪৪ রান। এছাড়া ৬ বলে ১৪ রান করেন গ্লেন ফিলিপস, সমানসংখ্যক বলে ড্যারি মিচেল করেছেন ১১ রান।
বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মাহাদি হাসান একটি করে উইকেট লাভ করেছেন।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ খেলছেন না এই ম্যাচে। আগের দুই টি-টোয়েন্টির মতো শেষ ম্যাচেও খেলতে পারছেন না মুশফিকুর রহিম।
প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে ইতোমধ্যে সিরিজ হেরে গেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে হলে আজকের ম্যাচে জিততেই হবে টাইগারদের। এর আগে ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিল দুই দল। সেখানে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
মন্তব্য