kalerkantho

রবিবার। ২৮ চৈত্র ১৪২৭। ১১ এপ্রিল ২০২১। ২৭ শাবান ১৪৪২

শেষ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস

অনলাইন ডেস্ক   

১ এপ্রিল, ২০২১ ১১:২৮ | পড়া যাবে ১ মিনিটেশেষ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস

লিটন দাস

তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর। অকল্যান্ডের ইডেন পার্কে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচের আগেও তিন বিভাগেই জ্বলে উঠে ভালো কিছু নিয়ে দেশে ফেরার আশায় বসতি বাংলাদেশ শিবিরের।

আগের দুই টি-টোয়েন্টির মতো শেষ ম্যাচেও খেলতে পারছেন না মুশফিকুর রহিম। খেলছেন না নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। আজকের ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস।

প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে ইতোমধ্যে সিরিজ হেরে গেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে হলে আজকের ম্যাচে জিততেই হবে টাইগারদের। এর আগে ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিল দুই দল। সেখানে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল তামিমবাহিনী।

মন্তব্যসাতদিনের সেরা