kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

বাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিং করার পুরস্কার পেলেন হেনরি

অনলাইন ডেস্ক   

৩১ মার্চ, ২০২১ ১৫:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিং করার পুরস্কার পেলেন হেনরি

ম্যাট হেনরি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ওয়ানডেটিতে শুধু একটু প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। বাকি দুটি ম্যাচেই বড় ব্যবধানে জয় পায় কিউইরা। এই সিরিজে বল হাতে দারুণ করেছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে তিন ম্যাচে ২৯ ওভার বোলিং করে হেনরি নিয়েছেন ৬টি উইকেট। তার বোলিং গড় ছিল মাত্র ১৬ দশমিক ৮৩।  এই পারফর্মেন্সের পুরস্কার পেয়েছেন তিনি। আইসিসির ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে হেনরি পাঁচ ধাপ এগিয়েছেন। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান তিনে।

হেনরির রেটিং পয়েন্ট ৬৯১। ৭৩৭ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে তার স্বদেশী ট্রেন্ট বোল্ট। আফগান স্পিনার মুজিব জাদরানের অবস্থান দুইয়ে। তার রেটিং পয়েন্ট ৭০৮। এছাড়া সেরা পাঁচে রয়েছেন ভারতের জসপ্রিত বুমরাহ ও বাংলাদেশের অফস্পিনার মেহিদি হাসান মিরাজ।সাতদিনের সেরা