kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

অভিষেকে দারুণ বোলিং করেও খুশি নন নাসুম

অনলাইন ডেস্ক   

২৯ মার্চ, ২০২১ ১৭:০৯ | পড়া যাবে ২ মিনিটেঅভিষেকে দারুণ বোলিং করেও খুশি নন নাসুম

ছবি : এএফপি

ওয়ানডে সিরিজে ধোলাই হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও বড় পরাজয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। গতকাল হ্যামিল্টনের সেডন পার্কে সফরকারীরা হেরেছে ৬৬ রানের বড় ব্যবধানে। এই ম্যাচেই অভিষেক হয়েছে ২৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। প্রথম ওভারেই ফিন অ্যালেনকে বোল্ড করেছেন। তারপরেও সন্তুষ্ট নন নাসুম।

অভিষিক্ত এই স্পিনার ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন। নিঃসন্দেহে টি-টোয়েন্টিতে ভালো বোলিংয়ের উদাহরণ। তবে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় নাসুম নিজের পারফর্মেন্স নিয়ে বলেন, '৪ ওভারে ৩০ রান দিয়েছি। এখানে ৪ ওভারে যদি ২২ বা ২৫ রান হতো, তাহলে মনে করতাম সফল। আসলে আমি খুশি নই। সফল মনে করি না। যদি আরও ১০ রান কম দিতাম, হয়তো আরেকটু ভালো হতো। সফল আমি মনে করছি না।'

প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ইনিংসের প্রথম ওভার বল করতে গিয়ে ভড়কে যাননি নাসুম। বরং মার্টিন গাপটিলের মতো বিধ্বংসী ব্যাটসম্যান তাকে খেলতে সমস্যায় পড়েছিলেন। পাওয়ার প্লের পর বুদ্ধিদীপ্ত বোলিংয়ে গাপটিলকেও ফেরান। নাসুমের হতাশা আছে ডেভন কনওয়ের আউট বিতর্ক নিয়ে, 'আমার কাছে মনে হয়েছে, ওটা একটা ক্যাচ। ওই সময় কনওয়ের রান ৪৭ ছিল। এরপর সে শেষ করেছে ৯২ রানে। ওই ক্যাচটা হলে হয়তো আরও ২০টা রান কম থাকত। ওই জায়গায় আমরা একটু পিছিয়ে গেছি।'সাতদিনের সেরা