kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

বাংলাদেশ সিরিজ দিয়ে মাঠে দর্শক ফেরাচ্ছে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক   

২৫ মার্চ, ২০২১ ২০:৩৭ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ সিরিজ দিয়ে মাঠে দর্শক ফেরাচ্ছে শ্রীলঙ্কা

এশিয়ার মাঝে সবচেয়ে কম করোনার আক্রমণ হয়েছে শ্রীলঙ্কায়। এর পেছনে আছে তাদের কঠোর আইন আর জনগণের সচেতনতা। আগামী এপ্রিলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল। ওই সিরিজ দিয়ে মাঠে দর্শক ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য দিয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। দুটি টেস্টই হবে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। টেস্ট সিরিজের আগে ১৭ এপ্রিল থেকে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী ১২ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে। করোনাভাইরাসের বিরতির পর লঙ্কান প্রিমিয়ার লিগ এবং ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করেছিল এসএলসি। তবে লিগ ও টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল দর্শকশূন্য স্টেডিয়ামে। এদিকে গত কয়েকদিন ধরেই বাংলাদেশে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে।সাতদিনের সেরা