kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

মিসবাহ হলো 'গরিবের ধোনি'

অনলাইন ডেস্ক   

২০ মার্চ, ২০২১ ১৭:৩১ | পড়া যাবে ২ মিনিটেমিসবাহ হলো 'গরিবের ধোনি'

অধিনায়ক হিসেবে ভারতকে দুটি বিশ্বকাপ উপহার দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে পাকিস্তানের মিসবাহ উল তেমন কিছু পারেননি। কোচ হিসেবেও তিনি ব্যাপকভাবে সমালোচিত। পাকিস্তানের ক্রিকেটে কাদা ছোড়াছুড়ি চলছেই। এবার কোচ মিসবাহকে উদ্দেশ্য করে ধারাভাষ্যকার রমিজ রাজা বলেছেন, মিসবাহ নাকি গরীবের মহেন্দ্র সিং ধোনি। পাশাপাশি মিসবাহকে আধুনিক ভাবনাচিন্তা করার উপদেশও দিয়েছেন।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রামিজের মতে, ধোনির মতো ঠাণ্ডা মাথা থাকলেও মিসবাহের মাঝে ভাবনাচিন্তায় অনেক সমস্যা আছে।অনেক ঘাটতিও আছে। রমিজের ভাষায়, 'মিসবাহর শিক্ষা ও বড় হয়ে ওঠা একেবারে আলাদা। সহজভাবে ব্যাখ্যা করি। সে হলো গরিবের ধোনি। এম এসও (ধোনি) একটু রক্ষণাত্মক ছিল, কখনো আবেগ দেখাত না, কখনো বাড়তি অনুভূতি প্রতিপক্ষ এমনকী সতীর্থদেরকেও টের পেতে দিত না। মিসবাহও ঠিক তেমনই।'

এরপর মিসবাহকে বদলে যাওয়ার আহবান জানিয়ে রমিজ বলেন, 'তাকে আধুনিক চিন্তাধারার সঙ্গে মানিয়ে নিতে হবে। মিসবাহকে নতুন চিন্তার সঙ্গে মানিয়ে নিতেই হবে। কারণ, পাকিস্তান ক্রিকেটের চলার পথ এখনই ঠিক করতে হবে। আমাদের ডিএনএর মাঝেই আগ্রাসী ক্রিকেট আছে। আমার মনে হয়, মিসবাহ বেশি রক্ষণাত্মক হয়ে পড়ে আর কোনো ম্যাচ হারলে তো একদম গুটিয়ে যায়। কিন্তু আমাদের যদি তেমন খেলোয়াড় ও প্রতিভা থাকে, তাহলে সামান্য ধাক্কায় ভয় পাওয়ার কিছু নেই।'

মন্তব্যসাতদিনের সেরা