kalerkantho

সোমবার । ২৯ চৈত্র ১৪২৭। ১২ এপ্রিল ২০২১। ২৮ শাবান ১৪৪২

শুরুতেই তামিম-সৌম্যের বিদায়

অনলাইন ডেস্ক   

২০ মার্চ, ২০২১ ০৫:২৫ | পড়া যাবে ৩ মিনিটেশুরুতেই তামিম-সৌম্যের বিদায়

ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে দলের ও নিজের রানের খাতা খুলেছিলেন তামিম ইকবাল। কিন্তু দুর্দান্ত শুরুর আশা জাগিয়ে বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারলেন না বাংলাদেশ দলের অধিনায়ক।

সেই বোল্টে করা ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন তামিম। টাইগার ওপেনার ১৫ বলে করেছেন ১৩ রান। তামিমের বিদায়ের পরপরই একই ওভারের চতুর্থ বলে ডেভন কনওয়ের হাতে বন্দি হয়ে বিদায় নেন সৌম্য সরকার (০)।

শনিবার (২০ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডানেডিনে টসে হেরে ব্যাটিং করছে টাইগাররা। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় ভোর ৪টায়।

প্রথম জুটি বাধতে মাঠে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। কিন্তু দলীয় ১৯ রানে তামিমকে আউট করেন নিউজিল্যান্ড বলার ট্রেন্ট বোল্ট। ১৫ বল খেলে ব্যক্তিগত ১৩ রান নিয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল।

এরপর লিটনের সঙ্গে জুটি বাধতে আসে সৌম্য সরকার। কিন্তু অল্প সময়ে সৌম্যকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন নিউজিল্যান্ড বলার ট্রেন্ট বোল্ট। তিন বল খেলে ক্যাচ তুলে দিয়ে শূন্য রান করেই মাঠ ছাড়েন সৌম্য।

এদিকে দলে সাকিব না থাকায় কিছুটা পরিবর্তন এসেছে। দল থেকে বাদ পড়েছেন নাজমুল হাসান শান্ত এবং মোহাম্মদ সাইফউদ্দিন। এবং দলে অভিষেক হয়েছে শেখ মেহেদি হাসান। নিউজিল্যান্ড সফরের প্রথম ওয়ানডে তিন পরিবর্তনের অংশ হিসেবে সাকিব, শান্ত ও সাইফের জায়গায় দলে এসেছেন মোহাম্মদ মিঠুন, শেখ মেহেদি হাসান ও হাসান মাহমুদ।

স্বাগতিকদের মধ্যে অভিষেক করানো হয়েছে তিনজনকে। স্কোয়াডে ডাকা তিন নতুন মুখ ড্যারেল মিচেল, ডেভন কনওয়ে এবং উইল ইয়ংকে প্রথমবারের মতো ওয়ানডে দলে নেওয়া হয়েছে। সর্বশেষ ২০১২ সালে একসঙ্গে তিনজনের অভিষেক করিয়েছিল নিউজিল্যান্ড।

তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডে ২৬ ম্যাচ খেলে জয়ের খাতা শূন্য বাংলাদেশ ক্রিকেট দলের। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর, এবারও মহাচাপ নিয়েই কিউইদের ঘরে গেছে ডমিঙ্গো বাহিনী। তবে শ্বাসরুদ্ধ কন্ডিশনেই নতুন ইতিহাস লেখার স্বপ্ন দেখছেন টাইগার কোচ। সেই লক্ষ্য পূরণে প্রত্যয়ী পুরো দল। 

টাইগারদের জন্য এ সফরে বড় সুযোগ হলো- নিউজিল্যান্ড দলের তারকা দুই ক্রিকেটার অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ তারকা ব্যাটসম্যান রস টেইলর নেই। এ সুযোগে তামিম ইকবালরা যদি নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারেন তাহলে হয়তো প্রথম জয়ের স্বাদ পেয়েও যেতে পারে বাংলাদেশ দল।

মন্তব্যসাতদিনের সেরা