ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আক্রমণাত্বক ব্যাটসম্যান বলা হয় স্যার ভিভ রিচার্ডসকে। যতক্ষণ তিনি মাঠে থাকতেন, তার শারিরীক ভাষা ছিল আক্রমণাত্বক। চুইংগাম চিবোতে চিবোতে রাজার মতো ব্যাটিং করতেন। সামনে কে বোলিং করছেন, সেটা তার কাছে কোনো ব্যাপার ছিল না। এরপর অনেক বছর কেটে গেছে। ভিভের সঙ্গে তুলনীয় কাউকে পাওয়া যায়নি। এখন অনেকেই ভারত অধিনায়ক বিরাট কোহলির মাঝে স্যার ভিভের ছায়া দেখতে পান। তাদের একজন রমিজ রাজা।
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার রমিজ মনে করেন, কোহলি হলেন আধুনিক যুগের ভিভ রিচার্ডস। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, 'ঈশান কিষান কোহলির সঙ্গে জুটি গড়তে পেরে ভাগ্যবান। কারণ, কোহলি আধুনিক সময়ের কিংবদন্তি, আমার চোখে আধুনিক সময়ের ভিভ রিচার্ডস। ঈশান এতে অনেক আত্মবিশ্বাস পেয়েছে, তার ক্যারিয়ারে এই অভিজ্ঞতা অনেক কাজে লাগবে।'
উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে ইশান কিষানের অভিষেক হয়েছে। প্রথম ম্যাচেই ফিফটি করা ইশানের প্রশংসা করে রমিজ বলেন, 'ঈশানের ভবিষ্যৎ উজ্জ্বল। অসাধারণ পাওয়ার হিটার। উচ্চতায় খাটো হলেও বলে দুর্দান্ত টাইমিং। অফ সাইড ও লেগ সাইডে শট খেলতে পারে, ছক্কা মারে। সে স্বাধীনতা নিয়ে ব্যাট করেছে, অন্য প্রান্ত থেকে কোহলি তার প্রতিটি শটে হাততালি দিয়েছে। খেলার গতি পাল্টে চার–ছক্কা মারার ছাড়পত্র পেয়েছিল সে। এর মধ্য দিয়ে বেড়ে ওঠাটা দারুণ ব্যাপার।'
মন্তব্য