kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৭ রমজান ১৪৪২

যে প্রশ্ন শুনলেই হেসে দেন অশ্বিন

অনলাইন ডেস্ক   

১৬ মার্চ, ২০২১ ১৬:৫০ | পড়া যাবে ২ মিনিটেযে প্রশ্ন শুনলেই হেসে দেন অশ্বিন

সাদা পোশাকে ভারতের অন্যতম স্পিন নির্ভরতার নাম রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার মাটিতে কিংবা ঘরের মাঠে সমানভাবে তার বল ঘুরতে থাকে। তাকে ঘিরে একটাই প্রশ্ন সবার, কেন অশ্বিনকে সীমিত ওভারের দলে নেওয়া হয় না?সোশ্যাল সাইট থেকে শুরু করে সর্বত্র তাকে এই একই প্রশ্ন শুনতে হয়। কিন্তু এমন প্রশ্ন তার কাছে একঘেয়ে হয়ে গেলেও বিরক্ত হন না রবিচন্দ্রন অশ্বিন। বরং তার নাকি হাসি পায়!

অশ্বিন বলেন, 'গত চার বছর ধরে এই এক প্রশ্ন শুনে আসছি। তবে এমন প্রশ্নে আমার রাগ হয় না। বরং হাসি পায়। কারণ আমার লড়াই যে আমার সঙ্গে। এই মুহূর্তে আমি শান্তিতে আছি। পরিবাররে সঙ্গে জীবন কাটাতে পারছি বলে আমি খুবই সুখী। নিজের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করার পরেও সম্পূর্ণ খুশি থাকা যায়। পরিবারকে কাছে পেয়ে সেই ভারসাম্যও খুঁজে পেয়েছি। তাই আমার কোনো আফসোস নেই।'

সাদা পোশাকে গত অস্ট্রেলিয়া সফরে ১২ উইকেট নেওয়ার পাশাপাশি সিডনিতে খেলেছিলেন অপরাজিত ৩৯ রানের ইনিংস। তার লড়াকু ব্যাটিংয়ের জন্যই সেই টেস্ট ড্র করেছিল আজিঙ্কা রাহানের ভারত। এরপর দেশে ফিরেও তার ছন্দ অটুট ছিল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩২ উইকেট তুলে নেওয়ার সঙ্গে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৩৫ বলে ১০৬ রান করেন। ব্যাট-বলে অশ্বিনের দাপটে ভারত সিরিজ জিতে নেয়। যদিও এরপর তাকে সীমিত ওভারের দলে নেওয়া হয়নি।

২০১৭ সালে শেষ বার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিলেন অশ্বিন। একই বছর জুলাইতে একই দলের বিপক্ষে খেলেছিলেন শেষ টি-টোয়েন্টি ম্যাচ। অশ্বিন আরও বলেন, 'আমি নিশ্চিত যে, সুযোগ পেলে যে কোনো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করতে পারি। তবে কে কী প্রশ্ন করল, কে কী মতামত পোষণ করল সেটা নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছি না। এখন যে ফরম্যাটের ম্যাচেই খেলি না কেন, প্রতিটিতেই নিজের ও বাকি সবার মুখে হাসি ফোটাতে চাই।'সাতদিনের সেরা