kalerkantho

শুক্রবার । ২৪ বৈশাখ ১৪২৮। ৭ মে ২০২১। ২৪ রমজান ১৪৪২

বাড়ছে করোনা; ভারত-ইংল্যান্ড সিরিজে আর দর্শক নয়

অনলাইন ডেস্ক   

১৬ মার্চ, ২০২১ ১৬:০০ | পড়া যাবে ১ মিনিটেবাড়ছে করোনা; ভারত-ইংল্যান্ড সিরিজে আর দর্শক নয়

আহমেদাবাদে প্রথম দুই টি-টোয়েন্টিতে গ্যালারি ভর্তি দর্শক দেখা গেছে। ছবি : এএফপি

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ভারত-ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। সোমবার একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। ইতোমধ্যে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটি শেষ হয়েছে। দুটি ম্যাচেই স্টেডিয়ামে ভরপুর দর্শক ছিল।

এবার করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সিরিজের বাকী তিন ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ধনরাজ নাথওয়ানি এক বিবৃতিতে জানান, 'করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিসিসিআইয়ের সাথে আলোচনা শেষে বাকি ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।'

তবে দর্শকদের আর্থিক ক্ষতি হবে না। ইতোমধ্যে টিকেটের মূল্য ফেরত দেয়া হবে বলে নিশ্চিত করেছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই সিরিজের সবগুলো ম্যাচে সূচি নির্ধারিত। আজ তৃতীয় ম্যাচের পর শেষ দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ২০ মার্চ।সাতদিনের সেরা