kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

ভারতের স্টেডিয়ামকে শাস্তি দেয়নি আইসিসি

অনলাইন ডেস্ক   

১৫ মার্চ, ২০২১ ১৭:৩৮ | পড়া যাবে ২ মিনিটেভারতের স্টেডিয়ামকে শাস্তি দেয়নি আইসিসি

বাজে পিচ বানিয়েও শাস্তির হাত থেকে বেঁচে গেল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। মাত্র দেড় দিনে ম্যাচ খতম হয়ে গেলেও আহমেদাবাদের পিচকে 'এভারেজ' বলে রায় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অর্থাৎ এখনই আহমেদাবাদের তৃতীয় টেস্টের পিচকে কোনো ডিমেরিট পয়েন্ট পেতে হচ্ছে না। তবে একই মাঠে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টও শেষ হয়েছিল মাত্র আড়াই দিনে।

কোনো পিচ ৫টি ডিমেরিট পয়েন্ট অর্জন করলে সংশ্লিষ্ট ভেন্যুকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। আর সেই পয়েন্ট ১০ হয়ে গেলে নির্বাসনের মেয়াদ বেড়ে হয় ২ বছর। আইসিসি ক্রিকেট কাউন্সিলের ম্যাচ রেফারির বুকে কোনো পিচ গড়পড়তার কম রেটিং পেলে ১ ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়। 'পুওর' এবং 'আনফিট' রেটিংয়ের ক্ষেত্রে ডিমেরিট পয়েন্ট দাঁড়ায় যথাক্রমে ৩ এবং ৫। পাঁচ বছরের জন্য ডিমেরিট রেটিং পয়েন্ট সক্রিয় থাকে। 'এভারেজ' রেটিং পাওয়ায় মোদি স্টেডিয়ামের পিচের কোনো ডিমেরিট পয়েন্ট অর্জন হচ্ছে না।

আহমেদাবাদের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টেস্ট মাত্র দেড় দিনে জিতে নেয় ভারত। টার্নিং ট্র্যাকে পাঁচ সেশনের মধ্যে দুই দলের ৩০ উইকেট পড়ে যায়। ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন জাভাগাল শ্রীনাথ। ৪ ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতে নেয় ৩-১ ব্যবধানে। তবে গোলাপি বলের তৃতীয় টেস্ট বিতর্কিত হয়ে দাঁড়িয়েছে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানে অল-আউট হয়ে যায়। কোনো দলই দুই ইনিংসে ১৫০ পার হয়নি। তারপরেও এ যাত্রায় বেঁচে গেল বিসিসিআই।সাতদিনের সেরা