kalerkantho

বুধবার । ৮ বৈশাখ ১৪২৮। ২১ এপ্রিল ২০২১। ৮ রমজান ১৪৪২

নিজেদের দোষে ফাইনালে ওঠেনি অস্ট্রেলিয়া : ল্যাঙ্গার

অনলাইন ডেস্ক   

৯ মার্চ, ২০২১ ১৭:৪৬ | পড়া যাবে ২ মিনিটেনিজেদের দোষে ফাইনালে ওঠেনি অস্ট্রেলিয়া : ল্যাঙ্গার

প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ নষ্ট করার জন্য নিজেদেরই দুষছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। নিজেদের দোষেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হলো না বলে মনে করেন ল্যাঙ্গার। তার মতে, ঘরের মাঠে ভারতের বিপক্ষে মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ধীর গতির বোলিংয়ের কারণে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া। ধীর গতির বোলিংয়ের কারণে অজিদের ৪ পয়েন্ট হারাতে হয়েছে। এছাড়া ভারতের কাছে সিরিজ হারও বড় কারণ বলে মনে করেন ল্যাঙ্গার।

ঘরের মাঠে ভারতের কাছে চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। দিবা-রাত্রির টেস্টে ৮ উইকেটে জয় দিয়ে তারা সিরিজ শুরু করেছিল। তবে দ্বিতীয় টেস্টে ঘুড়ে দাঁড়ায় ভারত। ৮ উইকেটে ম্যাচ হারে অস্ট্রেলিয়া। ওই টেস্টে হারের সাথে-সাথে স্লো-ওভার রেটের কারণে ৪ পয়েন্ট হারাতে হয় টেম পেইনের দলকে। আর এটিই অজিদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ৪ পয়েন্ট হারানোয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হলো না অস্ট্রেলিয়ার বলে জানান ল্যাঙ্গার।

ল্যাঙ্গার বলেন, 'আমি বোধ হয় সবচেয়ে বোকার মতো কথা বলতে চলেছি। আমাদের ম্যানেজার গাভিন ডোভে বড় দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন। খেলার শেষে আমরা বুঝতে পারি যে ওভার রেট কম ছিল। আর এখন এটিই সবচেয়ে বেশি বড় সমস্যায় ফেলেছে। ওই টেস্টের সাজঘরে অধিনায়ক টিম পেইনের সাথে কথা হচ্ছিল। তাকে বলছিলাম, এই কম ওভার রেট আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ কঠিন করে দিতে পারে। এখন দেখছি তাই হলো।'

ওই সিরিজের তৃতীয় টেস্ট ড্র হলেও, চতুর্থ ম্যাচে ভারতের কাছে ৩ উইকেটে হারে অস্ট্রেলিয়া। ফলাফল সিরিজ হার। তবে ওই সিরিজ না হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব হতো বলে মনে করেন ল্যাঙ্গার, 'ভারতের বিপক্ষে সিরিজটি আমাদের জেতা উচিত ছিল। শুরুটা ভালো ছিল। কিন্তু শেষ তিন টেস্টে আমরা ভালো করতে পারিনি। সিরিজ জিতলে ফাইনাল খেলাটা সহজ হয়ে যেত।'

মন্তব্যসাতদিনের সেরা