kalerkantho

বুধবার । ৮ বৈশাখ ১৪২৮। ২১ এপ্রিল ২০২১। ৮ রমজান ১৪৪২

'তুমি আমার থেকে অনেক শক্তিশালী'- আনুশকাকে কোহলি

অনলাইন ডেস্ক   

৮ মার্চ, ২০২১ ১৫:৩৯ | পড়া যাবে ২ মিনিটে'তুমি আমার থেকে অনেক শক্তিশালী'- আনুশকাকে কোহলি

আন্তর্জাতিক নারী দিবসে স্ত্রী আনুশকা শর্মা ও কন্যা ভামিকার উদ্দেশে বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইনস্টাগ্রামে কোহলি তার সদ্যোজাত মেয়ে সম্পর্কে লিখেছেন, 'তোমাকে জন্ম নিতে দেখে এক অনাবিল আনন্দ পেয়েছিলাম।' একইসঙ্গে ঘরণী আনুশকা সম্পর্কে কোহলি লিখেছেন, 'তোমার মত কঠিন মানসিকতার, ভয়ডরহীন, লড়াকু নারী খুবই কম দেখেছি।'

স্ত্রী ও কন্যাকে সম্মান জানানোর জন্য ইনস্টাগ্রামের সাহায্য নিলেন ভারত অধিনায়ক। ভামিকা সম্পর্কে কোহলি লিখেছেন, 'সন্তানকে জন্ম নিতে দেখার অভিজ্ঞতা দারুণ ও অবিশ্বাস্য। সেই মুহূর্তের সাক্ষী হতে পেরে গর্ব বোধ করছি। একই সঙ্গে বুঝতে পেরেছি নারীদের মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। ভগবানের দেওয়া সেই শক্তির জন্যই নারীরা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও লড়াকু মানসিকতার।'

স্ত্রী আনুশকাকে প্রশংসায় ভরিয়ে দিয়ে কোহলি লিখেছেন, 'নারী দিবসে তোমাকে শুভেচ্ছা। তুমি খুবই কঠিন মানসিকতার। কঠিন পরিস্থিতিতেও ভয়ডরহীন থাকো। তাই সামনে থেকে লড়াই করতে পারো। তাই তো তোমাকে ও তোমার মত অগণিত মা-কে এই বিশেষ দিনের অনেক শুভেচ্ছা।'

চলতি বছরের শুরুতেই ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি-আনুশকা শর্মার ঘরে কন্যা সন্তান এসেছে। সেই জন্য গত অস্ট্রেলিয়া সফরের মাঝপথে দেশে ফিরে আসেন কোহলি। যা নিয়ে বেশ সমালোচনাও হয়েছিল। কিন্তু কোনো কিছুতেই কান দেননি কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর তাদের লক্ষ্য এবার টি-টোয়েন্টি সিরিজ। তাই স্ত্রী ও কন্যাকে নিয়ে এই মুহূর্তে আহেমদাবাদে আছেন কোহলি। ক্রিকেট আর পরিবারের সঙ্গে তার দারুণ সময় কাটছে।

মন্তব্যসাতদিনের সেরা