kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

‘ফেক আইডি’র সেই মেয়েটিই এখন ফুটবলার সোহেল রানার বউ

অনলাইন ডেস্ক   

৮ মার্চ, ২০২১ ১৩:৩৮ | পড়া যাবে ২ মিনিটে‘ফেক আইডি’র সেই মেয়েটিই এখন ফুটবলার সোহেল রানার বউ

ঘটনাটি ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারির। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেছিলেন মিডফিল্ডার সোহেল রানাও। ম্যাচটি বাংলাদেশ হেরেছিল ২-৩ গোলে। সেদিন গ্যালারিতে ছিলেন সায়েদা তামিলা সিরাজী। সে ম্যাচে হারলেও তামিলার মন জয় করে নিয়েছিলেন সোহেল রানা।

সেদিনই প্রথম স্টেডিয়ামে বসে খেলা দেখেছিলেন তামিলা। মাঠের এতো এতো ফুটবলারের মধ্যে সোহেলের খেলা আলাদাভাবে ভালো লেগেছিল তার। পরে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে প্রথমে সোহেল রানার বন্ধু হন তামিলা। পরে গড়ে উঠে প্রেমের সম্পর্ক।

মজার বিষয় হলো প্রথম দিকে তামিলার সেই ফেসবুক আইডিকে ‘ফেক আইডি’ ভাবতেন সোহেল রানা। তবে তামিলার কাছ থেকে আসা মেসেজগুলো ঠিকই মনোযোগ দিয়ে পড়তেন তিনি। ফেসবুকে ছয় মাসের পরিচয় শেষে ধানমন্ডির এক রেস্তোরাঁয় তারা দেখা করেন। প্রথম দেখাতেই তামিলাকে ভালো লেগে যায় সোহেলের। এরপরই প্রেম! ছয় বছরের প্রেম পূর্ণতা পেয়েছে বিয়ের মাধ্যমে। রোববার দুপুরে ধানমন্ডির এক রেস্তোরাঁয় সোহেল ও তামিলার বিয়ে সম্পন্ন হয়। 

বিয়ের পর সকলের কাছে দোয়া চেয়েছেন সোহেল রানা। তিনি বলেন, “সবাই আমাদের জন্য দোয়া করবেন। সব সময় এক সাথেই থাকতে চাই আমরা।”

ফুটবলারদের ক্যাম্প বন্ধ। তাই বিয়েতে উপস্থিত ছিলেন না সোহেলের কোনো ক্লাব সতীর্থ। পরবর্তীতে বড় আয়োজনের মাধ্যমে বিবাহোত্তর অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে সোহেল-তামিলার।

মন্তব্যসাতদিনের সেরা