ফাইল ছবি
প্রথম ওয়ানডে স্থগিত হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে রোববার মাঠে নেমেছে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস। টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৩ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড উলভস।
আইরিশদের পক্ষে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন রুহান প্রিটোরিয়াস। এছাড়া জেমস ম্যাককুলাম ৪১, স্টিফেন ডোহেনি ৩৭, হ্যারি ট্যাক্টর ৩১ ও গ্যাটকাটে ২৯ রান করেন।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট লাভ করেন রাকিবুল এবং সুমন খান। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম ও মুকিদুল ইসলাম।
২৬৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে জবাবটা ভালই দিচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভারে ২ উইকেটে ১১৩ রান। মাহমুদুল হাসান ৩৩ ও ইয়াসির আলি ১৫ রানে ব্যাট করছেন।
মন্তব্য