ছবি: গেটি ইমেজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে হারের পর দুর্দান্ত জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা এনেছে লঙ্কানরা।
শনিবার বাংলাদেশ সময় ভোরে অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার দেওয়া ১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১৭ রানেই গুটিয়ে যায় পোলার্ডবাহিনী। ক্যারিবীয়দের পক্ষে ওবেদ ম্যাকয় সর্বোচ্চ ২৩ রান করেন। এছাড়া লেন্ডল সিমন্স ২১ ও ক্রিস গেইল ১৬ রান করেন।
শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা ও লাকশান সান্দাকান ৩টি করে উইকেট লাভ করেন। এছাড়া দুশমান্ত চামিরা ২টি উইকেট নেন।
এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করে শ্রীলঙ্কা। উদ্বোধনী ব্যাটসম্যান গুনাতিলাকা ৫৬ ও পাথুম নিসাঙ্কা ৩৭ রান করেন।
মন্তব্য