kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

ভারতকে ১১০ রানের টার্গেট দিলো পাইলট-সুজনরা

অনলাইন ডেস্ক   

৫ মার্চ, ২০২১ ২১:০৯ | পড়া যাবে ১ মিনিটেভারতকে ১১০ রানের টার্গেট দিলো পাইলট-সুজনরা

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ভারত লিজেন্ডসকে ১১০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ লিজেন্ডস। টসে জিতে প্রথমে ব্যাট করে ১৯ দশমিক ৪ বলে ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩৩ বলে ৪৯ রান করেন ওপেনার নাজিমুদ্দিন।

নাজিমুদ্দিন ও জাবেদ ওমর বেলিম উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৫৯ তুললেও বাকিদের ব্যর্থতায় বেশি দূর যেতে পারেনি বাংলাদেশ।

জাবেদ ওমর ও রাজিন সালেহের ব্যাট থেকে এসেছে ১২ রান করে। ৭ রান করে করেছেন নাফিস ইকবার ও খালেদ মাহমুদ সুজন।

ভারতের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন বিনয় কুমার, প্রজ্ঞান ওঝা ও যুবরাজ সিং। একটি করে উইকেট নিয়েছেন মানপ্রিত গনি ও ইউসুফ পাঠান।

মন্তব্যসাতদিনের সেরা