দুজনেই মাথা গরম ক্রিকেটার হিসেবে বিশ্ববিখ্যাত। এর মাঝে বেন স্টোকস তো দুই বছর আগেও নিয়মিত মাঠে ঝগড়া বাঁধাতেন। কখনো প্রতিপক্ষের সঙ্গে আবার কখনো সতীর্থের সঙ্গে! তবে নাইটক্লাবে মারামারি করে নিষেধাজ্ঞা আর বিয়ের পর স্টোকস অনেকটাই শান্ত হয়েছেন। অনেকদিন পর মাঠে বেন স্টোকসকে ঝগড়া করতে দেখা গেল; সেটাও বিরাট কোহলির সঙ্গে।
ভারত অধিনায়ক বিরাট কোহলির মাঠের আচরণ সবসময়ই সমালোচিত হয়ে আসছে। তার বিতর্কিত অঙ্গভঙ্গির কারণে অনেকেই তাকে পছন্দ করেন না। চতুর্থ টেস্টের প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। সেই সময়ই মোহাম্মদ সিরাজের একটা বাউন্সার ঠিকভাবে খেলতে না পেরে মেজাজ হারিয়ে ফেলেন বেন স্টোকস। সিরাজের উদ্দেশে তাকে কিছু বলতেও দেখা যায়। সঙ্গে সঙ্গেই আসরে নামেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
বেশ কিছুটা সময় ধরে দুই পক্ষের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় চলে। আম্পায়ার এসে দুজনকে আলাদা করার চেষ্টা করলেও তর্ক বিতর্ক থামছিল না। স্টোকসের ব্যাটিং পার্টনার জনি বেয়ারস্টো হাসতে থাকেন। আম্পায়ারের হস্তক্ষেপে এক পর্যায়ে ঝগড়া থামে। এরপর প্রচণ্ড রাগে সিরাজের ওভারে তিনটি চার মারেন ইংলিশ অল-রাউন্ডার। এই টেস্টে যশপ্রীত বুমরাহর জায়গায় ভারতীয় দলে এসেছেন সিরাজ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জো রুট।
Virat - Ben Stokes 😠
— ¶ Mahesh ¶ (@CloudyMahesh) March 4, 2021
Ben - Yeah ,Virat What you saying ?
Virat - Nothing,you won't get it
Ben - Ohh I got it 👀 #INDvsENG#ViratKohli#benstokespic.twitter.com/7BCZhHicEt
মন্তব্য