kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

উইকেট নিয়ে ভারতকে খোঁচা ইনজামাম উল হকের

অনলাইন ডেস্ক   

৩ মার্চ, ২০২১ ১৭:২৪ | পড়া যাবে ১ মিনিটেউইকেট নিয়ে ভারতকে খোঁচা ইনজামাম উল হকের

মোতেরায় বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ টেস্ট ম্যাচ। তবে যেরকম স্পিনসহায়ক উইকেট বানিয়ে ভারত ইংল্যান্ডকে বশ করেছে, সেটি নিয়ে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মাইকেল ভন, ভিভ রিচার্ডস, গৌতম গম্ভীর, ডেভিড লয়েড, শোয়েব আখতাররা। আর এবার মুখ খুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। 

ইনজামাম উল হক বলেন,আমার মনে পড়ছে না শেষ কবে টেস্ট ম্যাচ দুদিনে শেষ হয়েছিল। ভারত কী ভালো খেলে জিতল? নাকি এই উইকেট ভারতকে জিতিয়ে দিল? এই ধরনের উইকেটে টেস্ট ম্যাচ হওয়া উচিত? ভারত ভালো খেলছিল। অস্ট্রেলিয়াতেও আমরা ভারতকে দারুণ খেলতে দেখেছি। তবে এমন উইকেট তৈরি করলে টেস্ট ক্রিকেটের উন্নতি সম্ভব নয়। ১৭টা উইকেট এক দিনের মধ্যেই পড়ে গেল!

তিনি আরো বলেন, অবশ্যই ঘরের মাঠে খেলার একটা সুবিধা সকলেই নিতে চাইবে। তবে এই ধরনের উইকেট তৈরির কোনো মানে নেই।

মন্তব্যসাতদিনের সেরা