kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

অপ্রতিরোধ্য কিউইদের সামনে অস্ট্রেলিয়ার মান বাঁচানোর লড়াই

অনলাইন ডেস্ক   

২ মার্চ, ২০২১ ১৭:২৩ | পড়া যাবে ২ মিনিটেঅপ্রতিরোধ্য কিউইদের সামনে অস্ট্রেলিয়ার মান বাঁচানোর লড়াই

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। তাই তৃতীয় টি-টোয়েন্টি জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে কিউইদের। এমন হলে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষীক সিরিজ জয়ের স্বাদ নেবে। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে জয় ছাড়া বিকল্প পথ নেই অস্ট্রেলিয়ার। আগামীকাল ওয়েলিংটনে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।

সিরিজে ডাবল লিড নিয়ে চালকের আসনে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে তারা মুখিয়ে আছে। এমনটাই বললেন স্বাগতিক অধিনায়ক উইলিয়ামসন, 'প্রথম দুই ম্যাচে আমরা দারুন পারফরমেন্স করেছি। সিরিজ জয়ের দ্বারপ্রান্তে আমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনোই সিরিজ জয় সম্ভব হয়নি। এবার প্রথমবারের মত সিরিজ জিততে চাই আমরা। এজন্য তৃতীয় ম্যাচেও জয়ের ধারাটা অব্যাহত রাখতে হবে।'

ব্যাটসম্যান-বোলাররা জ্বলে উঠতে না পারায় প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে অস্ট্রেলিয়া। চারদিকে চলছে সমালোচনা। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশার কথা জানালেন ভারপ্রাপ্ত কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড, 'আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারছে না। এটিই দুই ম্যাচ হারের প্রধান কারণ। এজন্য একাদশে কিছু পরিবর্তন আনতে হবে। ব্যাটিং-বোলিংয়ে ভালো করতে পারলে জয় পেতে সমস্যা হবে না। তবে সিরিজে ঘুড়ে দাঁড়াতে তৃতীয় ম্যাচে জয় ছাড়া আর কোন উপায় নেই।'

এখন পর্যন্ত চারবার দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তিনটিতেই জিতেছে অস্ট্রেলিয়া। একটি সিরিজ ড্র হয়।

মন্তব্যসাতদিনের সেরা