kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

করোনার ভ্যাকসিন নিলেন রবি শাস্ত্রী

অনলাইন ডেস্ক   

২ মার্চ, ২০২১ ১৫:৩৪ | পড়া যাবে ১ মিনিটেকরোনার ভ্যাকসিন নিলেন রবি শাস্ত্রী

ভারতের ক্রিকেটপ্রেমীদের দুই চোখের বিষ, জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী করোনার টিকা নিয়েছেন। আজ মঙ্গলবার আহমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি টিকা গ্রহণ করেন। এরপর ট্যুইটারে ছবি পোস্ট করে সবাইকে সে খবর জানান।

টুইটারে শাস্ত্রী লেখেন, 'করোনা টিকার প্রথম ডোজ নিলাম। অতিমারির বিরুদ্ধে লড়াইয়ের শক্তি হয়ে ওঠা চিকিৎসক এবং বিজ্ঞানীদের ধন্যবাদ। টিকা নেওয়ার সময় সুন্দর ব্যবস্থাপনা ও হাসপাতালের ডাক্তার এবং তার টিমের কর্তব্যপরায়ণতায় আমি ভীষণ মুগ্ধ'।

৪ মার্চ থেকে এই আহমেদাবাদেই ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট শুরু হবে। ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে সেই ম্যাচে অন্তত ড্র প্রয়োজন ভারতের। বিরাট কোহলির দল সেই লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে। তার আগে ভারতীয় দলের কোচ তৈরি হলেন করোনার বিপক্ষে লড়াইয়ের জন্য।

মন্তব্যসাতদিনের সেরা