kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

কোহলির জীবন 'দুর্বিসহ' করে তুলেছেন যারা

অনলাইন ডেস্ক   

১ মার্চ, ২০২১ ২১:১৪ | পড়া যাবে ১ মিনিটেকোহলির জীবন 'দুর্বিসহ' করে তুলেছেন যারা

তারা পর্দার আড়ালের মানুষ। ঝাঁচকচকে তারকাদের ভিড়ে তাদের কেউ চেনে না। এবার ভারত অধিনায়ক বিরাট কোহলিই তাদেরকে সবার সামনে এনে দিলেন। টুইটারে ভারতীয় ক্রিকেট দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিক ওয়েবি এবং সোহম দেশাইয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন কোহলি। বলেছেন, এ দুজন তার জীবন নাকি দুর্বিসহ করে তুলেছে!

আগামী বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদে চতুর্থ টেস্ট শুরু হচ্ছে। তার আগে কোহলির ভারতীয় দলকে কড়া অনুশীলন করাচ্ছেন ওয়েবি এবং দেশাই। এ দুজনের সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করে কোহলি লিখেছেন, 'জিমে এ দুজন আমাদের জীবন কঠিন করে তোলে। তবে তার জন্যই মাঠে আমাদের জীবন সহজ হয়ে যায়'।

এর আগে ভারতীয় দলের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানেও ওয়েবির সঙ্গে ছবি টুইটারে পোস্ট করেন। সেখানে তার সঙ্গে দেখা গেছে কোহলিদের দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে। সিরিজের চতুর্থ টেস্ট জিতলে কিংবা ড্র করলেই ভারত পৌঁছে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। হারলে সুযোগ থাকবে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার সামনে।

মন্তব্যসাতদিনের সেরা