kalerkantho

রবিবার। ২৮ চৈত্র ১৪২৭। ১১ এপ্রিল ২০২১। ২৭ শাবান ১৪৪২

লঙ্কান স্পিনার সুরাজ রানদিভ এখন বাসচালক

অনলাইন ডেস্ক   

১ মার্চ, ২০২১ ১৪:৩৬ | পড়া যাবে ১ মিনিটেলঙ্কান স্পিনার সুরাজ রানদিভ এখন বাসচালক

ছবি: গেটি ইমেজ

শ্রীলঙ্কার স্পিনার সুরাজ রানদিভ ক্রিকেট থেকে এখন অনেক দূরে। নিজ দেশ শ্রীলঙ্কা ছেড়ে এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। মেলবোর্নে ফরাসিভিত্তিক বাস কোম্পানি ট্রান্সডেভের হয়ে বাসচালকের চাকরি করে সংসার চালাচ্ছেন এই স্পিনার।

রানদিভের পাশাপাশি শ্রীলঙ্কার আরেক ক্রিকেটার চিন্থাকা নামাস্তে এবং জিম্বাবুয়ের ক্রিকেটার ওয়াডিংটন মোয়ায়েঙ্গাও বাস চালান এই কোম্পানির হয়ে। নিকট ভবিষ্যতে ট্রান্সডেভই নিজেদের ক্রিকেট দল বানাবে বলে আশা এই তিন ক্রিকেটারের।

আন্তর্জাতিক মঞ্চে শ্রীলঙ্কার হয়ে রনদিভ ২০০৯ সালে প্রথম ম্যাচ খেলেন। ১২ টেস্টে ৪৩, ৩১ ওয়ানডেতে ৩৬ এবং ৭ টি-টোয়েন্টিতে ৭টি উইকেট শিকার করেছেন এই অফস্পিনার। ব্যাট হাতেও জ্বলে উঠতে দেখা যেত তাকে। আইপিএলের দল চেন্নাই সুপার কিংসেও খেলেছেন তিনি।

রনদিভ খেলেছেন ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালেও। সে ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল ভারত। রনদিভ বল হাতে ৯ ওভারে ৪৩ দিয়েছিলেন সে ম্যাচে। তবে কোনো উইকেট পাননি। পাঁচ বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনের বাইরে আছেন তিনি। তবে ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নেননি ৩৬ বছর বয়সী এ স্পিনার।

মন্তব্যসাতদিনের সেরা