kalerkantho

রবিবার। ২৮ চৈত্র ১৪২৭। ১১ এপ্রিল ২০২১। ২৭ শাবান ১৪৪২

কোহলির কথাবার্তা মাঠকর্মীদের মতো : স্ট্রাউস

অনলাইন ডেস্ক   

২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:২৯ | পড়া যাবে ২ মিনিটেকোহলির কথাবার্তা মাঠকর্মীদের মতো : স্ট্রাউস

মাত্র ১২ ঘন্টায় আহমেদাবাদ টেস্ট শেষ হওয়ার পর চারদিকে যখন বির্তক শুরু হয়, ঠিক তখন এমন উইকেটের পক্ষে সাফাই গান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় দিনের শেষ সেশনে ম্যাচ শেষ হওয়ার পর কোহলি বলেছিলেন, 'এটা ব্যাটিংয়ের জন্য খুব ভালো উইকেট ছিল। বিশেষ করে প্রথম ইনিংসে। আমার মনে হয়েছে বল খুব ভালোভাবে ব্যাটে আসছিল। মাঝেমধ্যে দুই-একটা বল টার্ন করেছে। তবে ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেনি। বোলাররা ভালো করেছে, তাই দ্রুতই ম্যাচ শেষ হয়েছে।'

কোহলির এমন বক্তব্যে ক্ষেপে গেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। সাবেক ইংলিশ অধিনায়ক এন্ড্রু স্ট্রস মনে করেন, উইকেট নিয়ে বির্তকের মাঝে কোহলির এমন মন্তব্য করা উচিত হয়নি। তার ভাষায়, 'উইকেট নিয়ে কোহলির মন্তব্য শুনে মনে হচ্ছে তিনি যেন মাঠকর্মীদের মতো কথা বলছেন।'

উইকেট কতটা খারাপ ছিল তা বোঝাতে ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক জো রুটের উদাহরণ টেনে আনেন স্ট্রস। তিনি বলেন, 'জো রুটের ব্যাটিংয়ের দিকে দেখুন। আমরা সবাই জানি, সে স্পিন কতটা ভালো খেলতে পারে। দারুণ ছন্দেও রয়েছে। কিন্তু তৃতীয় টেস্টে সে পুরোই ব্যর্থ। মাত্র ১৯ রান করেছে। এরপর দুই দলই প্রথম ইনিংসে খুবই অল্প রানে অল-আউট হয়েছে। এক ইনিংসে এক দল খারাপ খেলতে পারে, তবে দুই দলের একত্রে খারাপ করা বুঝিয়ে দিচ্ছে, উইকেট কেমন ছিল।’

তৃতীয় টেস্টের ইতিহাস ভুলে শেষ ম্যাচে ইংল্যান্ডের জ্বলে উঠার প্রয়োজন বলে জানান স্ট্রস। তিনি বলেন, 'সিরিজ হার এড়াতে হলে, শেষ ম্যাচে জিততে হবে ইংল্যান্ডকে। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিল ইংল্যান্ড। তেমন কিছু করতে পারলে, শেষ টেস্টে ইংল্যান্ডের পক্ষেই ফল আসবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা শেষ ইংল্যান্ডের, তবে সিরিজ হার এড়ানোর ভালো সুযোগ থাকছে। সেই সুযোগই কাজে লাগাতে হবে।'

মন্তব্যসাতদিনের সেরা