kalerkantho

রবিবার। ২৮ চৈত্র ১৪২৭। ১১ এপ্রিল ২০২১। ২৭ শাবান ১৪৪২

পিচে বল ঘুরলে সবাই কান্নাকাটি শুরু করে কেন : লায়ন

অনলাইন ডেস্ক   

২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:১৫ | পড়া যাবে ২ মিনিটেপিচে বল ঘুরলে সবাই কান্নাকাটি শুরু করে কেন : লায়ন

ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট শেষে সবচেয়ে আলোচনায় উঠে এসেছে আহমেদাবাদের উইকেট। বিশেষজ্ঞদের একাংশের দাবি, আহমেদাদের পিচ টেস্টের উপযোগী নয়। যদিও আরেকাংশের মত, ব্যাটসম্যানরা স্পিন বোলিংয়ের বিপক্ষে নিজেদের যথাযথ প্রয়োগ করতে পারেননি বলেই বিপর্যয় হয়েছে। তাদের প্রশ্ন, পেস সহায়ক পিচ হলে কেউ কথা বলেন না, অথচ স্পিনিং ট্র্যাক হলেই এত কথা ওঠে কেন?

দুই পক্ষের এই অবস্থানের মাঝে আহমেদাবাদের উইকেটের পক্ষে কথা বলেছেন তারকা অজি স্পিনার নাথান লায়ন। তার মতে, পিচে বল ঘুরতে শুরু করলেই সবাই কান্নাকাটি শুরু করে দেন। তিনি অন্তত এতে ভুল কিছু দেখছেন না। বরং আহমেদাবাদ টেস্ট অত্যন্ত উপভোগ্য হয়েছে বলেই দাবি করেন লায়ন।

অজি তারকা বলেন, 'সারা বিশ্বজুড়ে আমরা সিমিং পিচে খেলি এবং ৪৭, ৬০ রানে অল-আউটও হয়ে যাই। কেউ কখনও এই নিয়ে কথা বলেন না। তবে যখনই বল ঘুরতে শুরু করে, সবাই কান্নাকাটি জুড়ে দেন। এটা কেন বুঝি না। আমার পূর্ণ সমর্থন রয়েছে এবং অত্যন্ত আকর্ষক ম্যাচ ছিল। আমি সারারাত জেগে ম্যাচ দেখেছি। অসাধারণ ম্যাচ ছিল। আমি তো কিউরেটরকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিয়ে আসার কথা ভাবছি।'

মন্তব্যসাতদিনের সেরা