kalerkantho

মঙ্গলবার । ৩০ চৈত্র ১৪২৭। ১৩ এপ্রিল ২০২১। ২৯ শাবান ১৪৪২

দ্রুত সুস্থ হয়ে উঠছেন নেইমার; পিএসজি শিবিরে আনন্দ

অনলাইন ডেস্ক   

২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৪৭ | পড়া যাবে ১ মিনিটেদ্রুত সুস্থ হয়ে উঠছেন নেইমার; পিএসজি শিবিরে আনন্দ

বারবার চোটে পড়ে ক্যারিয়ার বাধাগ্রস্ত হচ্ছে ব্রাজিল সুপারস্টার নেইমারের। আরও একবার তিনি চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। পুরোপুরি সেরে ওঠার অংশ হিসেবে পিএসজি ফরোয়ার্ড ব্যক্তিগত অনুশীলনও করেছেন। দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো জানিয়েছেন, নেইমার নাকি প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠছেন।

গত ১০ ফেব্রুয়ারি ফরাসি কাপের শেষ বত্রিশে ওঠার পথে কঁয়ের বিপক্ষে বাম অ্যাবডাক্টরে চোট পেয়েছিলেন নেইমার। ক্লাবের পক্ষ থেকে তখন জানানো হয়, ব্রাজিলিয়ান তারকার সেরে উঠতে চার সপ্তাহের মতো লাগতে পারে। এরপর গত বৃহস্পতিবার ব্যক্তিগত অনুশীলন শুরু করেন ২৯ বছর বয়সী নেইমার। তার সেরে ওঠার প্রক্রিয়ায় দল খুশি বলে জানিয়েছেন পচেত্তিনো।

দলের সেরা তারকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে পিএসজি কোচ বলেন, 'সে চিকিৎসক ও পারফরম্যান্স বিভাগের দেওয়া নিয়ম অনুসরণ করছে। আজ সে একক অনুশীলন করেছে। মানসিকভাবে সে বেশ ভালো অবস্থায় আছে। আমরা খুশি। সবকিছু ঠিকঠাক চলছে। আমাদের ধারণা করা সময়ের মাঝেই সে সেরে উঠছে।'

মন্তব্যসাতদিনের সেরা