আইপিএলের নিলাম থেকে কেউই কেনেনি নিউজিল্যান্ডের তারকা স্পিনার ইশ সোধিকে। তবে আইপিএলের আসন্ন আসরে ঠিকই থাকছেন তিনি। খেলোয়াড় হিসেবে নয়, টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালসের লিয়াজোঁ অফিসার হিসেবে দেখা যাবে সোধিকে।
রাজস্থান রয়্যালসের হয়ে ২০১৮ ও ২০১৯ সালে খেলেছেন সোধি। এখানে নতুন ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা এবং চিফ অপারেটিং অফিসার জ্যাক লাশ ম্যাকক্রামের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবেন এই লেগস্পিনার।
দায়িত্ব পাওয়ার পর সোধি বলেছেন, “রাজস্থান রয়্যালস একটি অভিনব এবং ডায়নামিক ফ্র্যাঞ্চাইজি। বিনোদন ও ক্রিকেটের এক দারুণ সংযোগ ঘটায় দলটি। আমার আইপিএল পরিবারের সঙ্গে আবারো যোগ দিতে পেরে আমি অনেক আনন্দিত।”
মন্তব্য