kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৭ রমজান ১৪৪২

দেড় দিনে ম্যাচ শেষ; তবু পিচের পক্ষ নিলেন অশ্বিন!

অনলাইন ডেস্ক   

২৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:০৮ | পড়া যাবে ২ মিনিটেদেড় দিনে ম্যাচ শেষ; তবু পিচের পক্ষ নিলেন অশ্বিন!

ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্ট ভারত জিতে নিয়েছে মাত্র দেড় দিনে। এই ম্যাচের শুরু থেকেই বিতর্কে ছিল উইকেট। মাইকেল ভন, ডেভিড লয়েডের মতো সাবেকরা বলেছেন, এই ধরনের পিচ টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ নয়। নাসের হুসেন, কেভিন পিটারসেনের মতো কেউ কেউ আবার ব্যাটসম্যানদের স্পিন না খেলার অক্ষমতাকে দুষেছেন। এবার পিচ সমালোচকদের একহাত নিলেন রবিচন্দ্রন অশ্বিন।

৪০০ উইকেটের মাইলফলক ছোঁয়া ভারতীয় স্পিনার টুইটারে লিখেছেন, 'আমরা সবাই জানি যে, পণ্য বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের কৌশল নেওয়া হয়। আমরা এখন এমন একটা যুগে বাস করছি, যেখানে ভাবনাচিন্তাও আমাদের কাছে বিক্রি করা হচ্ছে। তবে এটাও বলতে চাই যে, ভাবনাচিন্তা বিক্রি করার অর্থ হলো, "তুমি নিজের মতো ভাবতে পারো না। আমরা কীভাবে তোমাকে আমাদের মতো করে ভাবতে শেখাব?'

আহমেদাবাদের ওই উইকেটে জো রুটের মতো 'সৌখিন স্পিনার' পর্যন্ত ৮ রানে ৫ উইকেট নিয়েছেন! সুতরাং বোঝাই যায় যে পিচের কী ভয়ানক অবস্থা ছিল। তবে পিচের পক্ষালম্বন করে অশ্বিন আরও লিখেছেন, 'গত এক দশক ধরে খেলার পর আমি এটা বুঝেছি যে, ওদের কথা যত বেশি বিশ্বাস করব, তত বেশি আমাদের মুখের সামনে সেটা তুলে ধরা হবে। যদি ভাবনাচিন্তা আমাদের নিজস্ব হয়, তাহলে বেশিরভাগ লোক তার বিরুদ্ধে থাকলেও আমাদের উচিত নিজেদের পক্ষে দাঁড়ানো।'সাতদিনের সেরা