রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোলশূন্য ড্র করেও ইউরোপা লিগের শেষ ষোলোতে পৌঁছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে শেষ মুহূর্তের গোলে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্সেনাল।
ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার রাতের ম্যাচে গোল না পেলেও প্রথম লেগে ৪-০ গোলে জিতে শেষ ষোলোয় এক পা দিয়েই রেখেছিল ম্যানইউ।
লিগের আরেক ম্যাচে বেনফিকার মুখোমুখি হয় ইংলিশ ক্লাব আর্সেনাল। নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত ফিরতি লেগের এই ম্যাচে ৩-২ গোলে জয় পায় তারা। এতে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে শেষ ষোলোতে স্থান করে নেয় গানাররা। প্রথম লেগে বেনফিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্সেনাল।
এদিকে ঘরের মাঠে নাপোলি ২-১ গোলে দ্বিতীয় লেগ জিতেও বিদায় নিয়েছে। প্রথম লেগে ২-০ গোলে জিতে দুই লেগের অগ্রগামিতায় ৩-২ এ শেষ ষোলোতে উঠেছে গ্রানাদা। ১০ জনের রেড স্টার বেলগ্রেডের সঙ্গে ১-১ গোলের ড্র করেও দুই লেগের অগ্রগামিতায় ৩-৩ এ পরের ধাপে এসি মিলান। আগের লেগে প্রতিপক্ষের মাঠে ২-২ গোলে ড্র করেছিল ইতালিয়ান জায়ান্টরা।
মন্তব্য