দল হেরে গেলেও বল হাতে দুর্দান্ত ছিলেন মুলতানের শহীদ আফ্রিদি। ২৪ রানে নিয়েছেন ২ উইকেট।
পাকিস্তান সুপার লিগে জয়ে শুরু করেছে লাহোর কালান্দার। নিজেদের প্রথম ম্যাচে তারা ৪ উইকেটে হারিয়েছে পেশোয়ার জালমিকে।
রবি বোপারার হাফসেঞ্চুরির পরও কালান্দারকে জয়ের জন্য ১৪১ রানের লক্ষ্য দেয় পেশোয়ার, যা সম্মিলিত অবদানে ৯ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে লাহোর। ১৪ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা শাহীন শাহ আফ্রিদি।
দিনের অপর ম্যাচে মুলতান সুলতানসকে ৩ উইকেটে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। মুলতানের দেওয়া ১৫১ টার্গেট এক ওভার হাতে রেখেই টপকে যায় ইসলামাবাদ। ৩১ বলে অপরাজিত ৪৯ রান করে ম্যাচসেরা হয়েছেন লুইস গ্রেগরি।
সূত্র: ক্রিকবাজ
মন্তব্য