মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও ভালো অবস্থানে নেই বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ১৫৫ রানেই ৬ উইকেট হারিয়েছে টাইগাররা। সাজঘরে ফিরে গেছেন অর্ধশত করা মুশফিকুর রহীমও।
ব্যক্তিগত ৫৪ রানে রাকিম কর্নওয়ালকে রিভার-সুইপ মারতে গিয়ে আউট হন মুশি। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৬ উইকেট ১৬৬ রান। লিটন দাস ১৪ ও মেহেদী হাসান মিরাজ ৬ রানে ব্যাট করছেন। ক্যারিবীয়দের চেয়ে এখনো ২৪৩ রানে পিছিয়ে আছে মমিনুলবাহিনী। রাকিম কর্নওয়াল ৩টি ও শ্যানন গ্যাব্রিয়েল ২টি উইকেট নিয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে ৪০৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে প্রথম টেস্টে ৩ উইকেটে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে ক্যারিবীয়রা। তাই সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জয়ের বিকল্প নেই টাইগারদের।
মন্তব্য