পেশাদার ক্রিকেটে কখনো অধিনায়কত্বের স্বাদ পাননি অজি তারকা পেসার প্যাট কামিন্স। তবে এবার সেই স্বাদ পেতে যাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ায় আসন্ন মার্শ কাপে কামিন্সকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে নিউ সাউথ ওয়েলস ক্রিকেট দল।
৫০ ওভারের ম্যাচে নেতৃত্ব দিবেন কামিন্স। তবে শেফিল্ড শিল্ড এ দলের নেতৃত্বে থাকবেন পিটার নেভিল।
নিউ সাউথ ওয়েলসের জার্সিতে প্যাট কামিন্স। ছবি: গেটি ইমেজ
কামিন্সের অধিনায়কত্ব সম্পর্কে দলটির কোচ ফিল জ্যাকস বলেন, “অস্ট্রেলিয়ান ক্রিকেটে কামিন্স খুব সম্মানিত একজন ব্যক্তি। সে নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটের মূল্যটা বুঝে। সে একজন ভাল নেতা হবে এবং সকল ব্লুজদের জন্য রোল মডেল হবে বলে আমার বিশ্বাস।”
সূত্র: ক্রিকইনফো
মন্তব্য