kalerkantho

বুধবার । ৮ বৈশাখ ১৪২৮। ২১ এপ্রিল ২০২১। ৮ রমজান ১৪৪২

এ বছরই বাংলাদেশে খেলতে আসছে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক   

১০ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৩৫ | পড়া যাবে ১ মিনিটেএ বছরই বাংলাদেশে খেলতে আসছে অস্ট্রেলিয়া

ছবি: এপি

এ বছরের শেষের দিকে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে এই সফরে বাংলাদেশের বিপক্ষে শুধু টি-টোয়েন্টি খেলবে অ্যারন ফিঞ্চরা।

আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই মূলত বাংলাদেশ সফর করবে অজিরা। সে সময় ইংল্যান্ডও আসবে বাংলাদেশে। তিন দলের অংশগ্রহণে হতে পারে ত্রিদেশীয় সিরিজ।

যদিও সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের মধ্যে বিস্তারিত আলোচনা চলছে।

এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া। তখন ‍দুটি টেস্ট ম্যাচ খেলেছিল দুদল। প্রথম টেস্টে বাংলাদেশ ২০ রানে জয়লাভ করে, অপরটিতে অস্ট্রেলিয়া জয়লাভ করেছিল ৭ ‍উইকেটে।

 

সূত্র: ক্রিকইনফো

মন্তব্যসাতদিনের সেরা