আবুধাবি টি-টেন লিগে উড়ন্ত সূচনা করেছে মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন দল মারাঠা অ্যারাবিয়ান্স। প্রথম ম্যাচেই নর্দান ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে তারা।
শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মোসাদ্দেক। নির্ধারিত ১০ ওভার শেষে ২ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে নর্দান। লেন্ডল সিমন্স ৩১ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। মারাটা অ্যারাবিয়ান্সের হয়ে একমাত্র বোলার হিসেবে উইকেট পান বাংলাদেশের মুক্তার আলি। ২ ওভারে ১৯ রান দিয়ে এক উইকেট নেন তিনি। অপর উইকেটটি সাজঘরে ফিরেছে রানআউট হয়ে।
১২৮ রানের ব্যাট করতে নেমে মাত্র ২৮ বলে ৭৩ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে নেন আবদুল শাকুর। জয়ের জন্য ৭ বলে যখন ১০ রান দরকার তখনই জুটি বাধেন মোসাদ্দেক ও মুক্তার। শেষ দিকে জয়ের জন্য মোসাদ্দেকদের দরকার ছিল ২ বলে ৫ রান। এরপর শেষ দুই বলে টানা দুই চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মোসাদ্দেক। মুক্তার ৪ বলে ৩ ও মোসাদ্দেক ৩ বলে ৯ রানে অপরাজিত থাকেন।
সূত্র: ক্রিকবাজ
মন্তব্য