ছবি: এপি
২৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। তবে ফাওয়াদ আলমের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩০৮ রানে করাচি টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। ৫০ ছাড়ানো তিন ইনিংসের তিনটিই সেঞ্চুরিতে পরিণত করা ফাওয়াদ ফেরেন ১০৯ করে। ফাহিম আশরাফ করেছিলেন ৬৪।
করাচি টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে প্রোটিয়াদের চেয়ে ৮৮ রানে এগিয়ে রয়েছে পাকিস্তান। হাতে আছে আরো দুই উইকেট। হাসান আলী ১১ ও নোমান আলি ৬ রানে ব্যাট করছেন।
প্রোটিয়াদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ও কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ২২০ রানে অলআউট হয়েছিল।
সূত্র : ক্রিকইনফো।
মন্তব্য