kalerkantho

বৃহস্পতিবার । ১৯ ফাল্গুন ১৪২৭। ৪ মার্চ ২০২১। ১৯ রজব ১৪৪২

হঠাৎ করেই ধোনির বয়স যেন ১০ বছর কমে গেল

অনলাইন ডেস্ক   

২৫ জানুয়ারি, ২০২১ ১৫:৫২ | পড়া যাবে ১ মিনিটেহঠাৎ করেই ধোনির বয়স যেন ১০ বছর কমে গেল

আরব আমিরাতে অনুষ্ঠিত গত বছরের আইপিএলের পর থেকে তাকে ক্রিকেট খেলতে দেখা যায়নি। রাঁচিতে নিজের কৃষি ফার্ম নিয়েই তিনি এখন ব্যস্ত। বাগান করাই হোক বা কড়কনাথ মুরগির অর্ডার দিয়ে পরে বাতিল করা, তাকে কোনোসময়েই সে ভাবে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। একবার ইনস্টাগ্রামে স্ট্রবেরি খাওয়ার ভিডিও দিয়েছিলেন। সেই মহেন্দ্র সিং ধোনি এবার নতুন লুকে দেখা দিলেন।

মুম্বাইয়ে একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েছিলেন ধোনি। সেখানেই তার নতুন লুক ধরা পড়েছে। কিছু ভক্ত ধোনির নতুন লুকের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে, নিজের প্রিয় দাড়ি কেটে ফেলেছেন ভারতের সাবেক অধিনায়ক। মুখে আছে হালকা খোঁচা খোঁচা দাড়ি। চুলের স্টাইলেও বদল এসেছে। আগের থেকে অনেক বেশি যেন তরুণ লাগছে তাকে।

গত এক বছর বেশ কয়েকবার ধোনিকে লুকে পরিবর্তন আনতে দেখা গেছে। লকডাউনের সময় সাদা দাড়ির 'বুড়ো' ধোনিকে দেখে চমকে গিয়েছিলেন ভক্তরা। আইপিএলের সময় দাড়ি থাকলেও রং ছিল কালো। এবার দাড়িই প্রায় অদৃশ্য। অনাবশ্যক প্রকাশ্যে আসা কোনোদিনই পছন্দ করেন না ধোনি। সবসময়ই তিনি নিভৃতচারী। সেই ধোনিকে নতুন লুকে দেখে ভক্তরা বেশ উল্লাসিত।

মন্তব্যসাতদিনের সেরা