ছবি: বিসিবি
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেও ইনিংসটি বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ৩০ বলে ৩টি চারের সাহায্যে ২০ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। সাকিব-সৌম্যদের ব্যাটিং অর্ডার নিচে নামিয়ে এই সিরিজে তিন নম্বর পজিশনে ব্যাট করেছেন শান্ত। প্রথম ম্যাচে ১ ও দ্বিতীয় ম্যাচে ১৭ রান করেছিলেন তিনি।
কাইল মেয়ার্সের করা ইনিংসের নবম ওভারে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন শান্ত। রিভিও নিয়েও শেষ রক্ষা হয়নি তার। প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ১৬ ওভারে ২ উইকেটে ৭৬ রান। তামিম ইকবাল ৩৩ ও সাকিব আল হাসান ১৬ রানে ব্যাট করছেন।
প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হেরে গেছে জেসন মোহাম্মদের দল। আজকের ম্যাচে হারলে হোয়াইটওয়াশের লজ্জা পাবে ক্যারিবীয়রা।
এদিকে একাদশে দুই পরিবর্তন নিয়ে হোয়াইটওয়াশ মিশনে নেমেছে টাইগাররা। হাসান মাহমুদের জায়গা দলে ঢুকেছেন পেসার তাসকিন আহমেদ। রুবেল হোসেনের জায়গায় খেলছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।
মন্তব্য