ইংলিশ ক্লাব আর্সেনালের সঙ্গে দীর্ঘদিনের বন্ধন ছিন্ন করে তুরস্কের ক্লাব ফেনেরবাচে পাড়ি জমালেন জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা তারকা মেসুত ওজিল।
রোববার ইস্তানবুলে তুরস্কের ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন ওজিল। তার বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৩ মিলিয়ন ইউরো। তবে আর্সেনালে তার বেতন ছিল বার্ষিক ২০ মিলিয়ন ইউরো।
আর্সেনালের জার্সিতে ৮ বছরে ৩টি এফএ কাপের শিরোপা জেতার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫৪ ম্যাচ খেলে ৪৪টি গোল করেছেন ওজিল। তবে গত মার্চ থেকেই গানারদের বর্তমান কোচ মিকেল আরতেতার দলে উপেক্ষিত ছিলেন তিনি।
ফেনেরবাচে ফ্রি ট্রান্সফার হওয়ার পর ওজিল বলেন, “আর্সেনাল একটি গৌরবময় ক্লাব। এই ক্লাবের হয়ে মাঠে নামাটা অন্যরকম এক অনুভূতি। আমি আজীবন গানারই থাকবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”
২০১৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে সেসময়ের ক্লাব রেকর্ড ৪২.৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে আর্সেনালে পাড়ি দিয়েছিলেন ওজিল।
মন্তব্য