kalerkantho

শুক্রবার । ২০ ফাল্গুন ১৪২৭। ৫ মার্চ ২০২১। ২০ রজব ১৪৪২

হোয়াইটওয়াশই লক্ষ্য

দুই পরিবর্তন নিয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক   

২৫ জানুয়ারি, ২০২১ ০৮:১৭ | পড়া যাবে ২ মিনিটেদুই পরিবর্তন নিয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ সোমবার (২৫ জানুয়ারি) সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। তবে আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় এ ম্যাচে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে বাংলাদেশ।

অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, দলে কিছুটা পরিবর্তন আসতে পারে। একইসঙ্গে তিনি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের ঘুরে দাঁড়ানোর বিষয়ে নিজ দলকে সতর্ক করে দিয়েছেন।

শেষ ওয়ানডেতে বাংলাদেশ একাদশে দুইটি পরিবর্তন আসতে পারে। প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা না পাওয়া ক্রিকেটারদের সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট। শেষ ওয়ানডেতে অভিষেক হতে পারে শেখ মেহেদী হাসানের। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়তে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে প্রথম দুই ম্যাচে ভালো বোলিং করেও উইকেটের দেখা পাননি রুবেল হোসেন। শেষ ওয়ানডেতে জায়গা হারাতে যাচ্ছেন তিনি। তার পরিবর্তে একাদশে জায়গা পাবেন পেস অলরান্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পুরোপুরি ফিট না থাকায় প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারেননি তিনি।

শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

মন্তব্যসাতদিনের সেরা