kalerkantho

বৃহস্পতিবার । ১৯ ফাল্গুন ১৪২৭। ৪ মার্চ ২০২১। ১৯ রজব ১৪৪২

প্রযুক্তির ভুলে উইকেটে স্ট্যাম্প হয়ে গেল চারটি!

অনলাইন ডেস্ক   

২৪ জানুয়ারি, ২০২১ ১৫:২৫ | পড়া যাবে ২ মিনিটেপ্রযুক্তির ভুলে উইকেটে স্ট্যাম্প হয়ে গেল চারটি!

সেই বিতর্কিত মুহূর্তের ছবি।

সদ্যই অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জয় করে দেশে ফিরেছে ভারত। তবু সিরিজটি নিয়ে আলোচনা শেষ হয়নি। ওই সফরে ডিআরএস নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। অনেক সাবেক ক্রিকেটারই একাধিক সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ভার্চুয়াল আই নামক এক কম্পানি ডিআরএসএর প্রযুক্তিগত দিকটি দেখে। তারাই এবার সিডনি টেস্টের একটি ভুলের কথা স্বীকার করেছে।

সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে একটি আউটের আবেদন নিয়ে সমস্যা তৈরি হয়। স্টিভ স্মিথের বিপক্ষে লেগ বিফোর উইকেটের আবেদন জানায় ভারত। ফিল্ড আম্পায়ার আবেদন নাকচ করলে ভারতীয়রা রিভিউ নেয়। সেই সময় দেখা যায় ৩টির বদলে ৪টি স্টাম্পের ছবি! ভার্চুয়াল আইয়ের পক্ষ থেকে ইয়ান টেলর বলেন, 'আমরা সঙ্গে সঙ্গে আইসিসিকে ঘটনাটা জানাই। আমাদের তরফে ত্রুটি ছিল। ভাগ্য ভালো ত্রুটির কারণে সিদ্ধান্তে কোনো প্রভাব পড়েনি।'

বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে বেশ কিছু ডিআরএস নিয়ে বিতর্ক আছে। স্বয়ং শচীন টেন্ডুলকার পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন। ইয়ান টেলর আরও বলেন, 'এই ভুলের সম্পূর্ণ দায় আমরা নিচ্ছি। আসল বল ট্র্যাকে দেখা যায় উইকেটে বল লাগেনি। আম্পায়ারের সিদ্ধান্ত নট আউট থাকায় সেই যাত্রায় অসুবিধা হয়নি। আসলে আমাদেরই ভুল ছিল। টেস্টে ২ হাজার বল ট্র্যাক করার ক্ষমতা আমাদের আছে। সেই দিন একটি বলের ক্ষেত্রেই গোলযোগ হয়।'

মন্তব্যসাতদিনের সেরা