মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লির মতো দলের হয়ে খেললেও ম্যাক্সওয়েলওকে সবাই চেনে ‘পাঞ্জাবের ম্যাক্সওয়েল’ বলেই। আইপিএলে নিজের সেরাটা এই দলের হয়েই দিয়েছেন অজি অলরাউন্ডার। তবে গত আসরের ব্যর্থতায় পছন্দের ক্রিকেটার ম্যাক্সওয়েলকে এবার ধরে রাখেনি প্রীতি জিনতা। আসন্ন আইপিএলের আগে কিছু ক্রিকেটারকে ধরে রেখে ম্যাক্সওয়েলকে ছেড়ে দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব কতৃপক্ষ।
আরও পড়ুন: ম্যাক্সওয়েলকে উচিত শিক্ষা দিলেন প্রীতি জিনতা!
প্রীতি জিনতার দল ম্যাক্সওয়েলকে ছেড়ে দেওয়ায় ম্যাক্সওয়েল এখন উন্মুক্ত, তাকে কিনতে পারে আইপিএলের যেকোনো দল। তবে ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর চান ম্যাক্সওয়েলকে যেন দলে ভেড়ায় রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাক্সওয়েলের পাশাপাশি আরেক অজি তারকা মিচেল স্টার্ককেও বেঙ্গালুরু দলে দেখতে চান গম্ভীর।
একটি টিভি শো’তে গম্ভীর বলেন, “আমার মতে, আরসিবির উচিত গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ককে তাদের দলে ভেড়ানো। চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাক্সওয়েল রেকর্ড খুবই ভালো। এই মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবে সে। পাশাপাশি মিচেল স্টার্ককে দলে নেওয়া উচিত বেঙ্গালুরুর।”
সূত্র: স্পোর্টস কিডা
মন্তব্য