ছবি: এএফপি
নিজেদের মাঠে, চেনা কন্ডিশনে অনভিজ্ঞ ও খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচ জিতলেও টাইগারদের কাঙ্খিত পারফরম্যান্সের দেখা মেলেনি। তাই আজ দাপুটে পারফরম্যান্সে সিরিজ জয় নিশ্চিত করতে মাঠে নেমেছে তামিমবাহিনী।
মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার যে দলটি নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা, আজও সেই দলটি নিয়েই মাঠে নেমেছে তারা।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
মন্তব্য