অ্যালেক্স ক্যারি। ছবি: গেটি ইমেজ
আসন্ন আসরের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো স্কোয়াড গোছানো শুরু করে দিয়েছে। বুধবার ঘোষণা করা হয়েছে পুরনো স্কোয়াড থেকে কাদেরকে দলে রাখা হচ্ছে এবং কাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। সেখানে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে দেখা যায়নি অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির নাম।
গত আসরে দিল্লির হয়ে নিজের প্রতিভা দেখানোর খুব একটা সুযোগ পাননি ক্যারি। মাত্র তিনটি ম্যাচে তাকে খেলানো হয়েছিল তাকে, ব্যাটিংও পেয়েছিলেন ইনিংসের একেবারে শেষের দিকে। সেখানে নিজেকে মেলে ধরার খুব একটা সুযোগ ছিল না তার। তিন ইনিংসে মোট ৩২ আসে তারা ব্যাট থেকে। একটি ম্যাচে অপরাজিত থাকেন ১৪ রান করে।
দুর্দান্ত শতকের পর অ্যালেক্স ক্যারির উল্লাস। ছবি: গেটি ইমেজ।
দিল্লি থেকে বাদ পড়ে দলটিকে ভালোই জবাব দিয়েছেন ক্যারি। তবে মুখে নয়, ব্যাটে। দিল্লি থেকে বাদ পড়ার পরের দিনই বিগ ম্যাশের ম্যাচে মাঠে নামেন ক্যারি। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ব্রিসবেন হিটের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন এই উইকেটরক্ষক। ৬২ বলে ১০১ রানে ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসটি ধারাভাষ্য কক্ষে বসে দেখেছেন দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিংও।
সূত্র: ক্রিকবাজ
মন্তব্য