ছবি: গেটি ইমেজ
ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে জো রুটরা। লঙ্কান সিরিজে স্কোয়াড থাকা জনি বেয়ারস্টো, স্যাম কারান ও মার্ক উডকে ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টের স্কোয়াডে রাখা হয়নি, বিশ্রাম দেওয়া হয়েছে তাদেরকে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলছেন না বেন স্টোকস ও জফরা আর্চার। তবে ভারতের বিপক্ষে ঠিকই তাদেরকে আবার স্কোয়াডে ফেরানো হয়েছে।
প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড:
জোর রুট (অধিনায়ক), জফরা আর্চার, মঈন আলি, জেমস অ্যান্ডারসন, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাউলি, বেন ফোকস, ড্যানিয়েল লরেন্স, জ্যাক লিচ, বেন স্টোকস, ওলি স্টোন, ক্রিস ওকস।
সূত্র: ক্রিকবাজ
মন্তব্য