মহেন্দ্র সিং ধোনির পর উইকেটের পেছনে নির্ভরযোগ্য কাউকে এখনো খুঁজে পায়নি ভারতীয় দল। তবে এখনো আশা বাঁচিয়ে রেখেছেন ঋষভ পন্থ। মাঝখানে দীর্ঘ ফর্মহীনতায় ভুগে, একের পর এক ক্যাচ মিস করে তীব্র সমালোচিত হয়েছিলেন। ক্যারিয়ার নিয়েও শঙ্কা জেগেছিল। সেই পন্থ এখন ভারতের বর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের অন্যতম নায়ক। যিনি ধোনির সঙ্গে নিজের তুলনা করতে রাজি নন।
আজ মঙ্গলবার অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পন্থ বলেন, 'যখন আমার সঙ্গে এম এস ধোনির তুলনা টানা হয় তখন দারুণ লাগে। তবে আমাকে কারো সঙ্গে তুলনা করা হোক সেটা চাই না। একজন কিংবদন্তির সঙ্গে তরুণ ক্রিকেটারের তুলনা হয় না। ভারতীয় ক্রিকেটে আমি নিজের নাম তৈরি করতে চাই। আর সেই লক্ষ্যে স্থির থাকতে চাই।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সমালোচকদের ভুল প্রমাণ করেছেন পন্থ। প্রথম টেস্টে খেলতে না পারলেও দ্বিতীয় টেস্টে ভারতের জয়ে এই উইকেটকিপার-ব্যাটসম্যানের দারুণ ভূমিকা ছিল। ভারতের তৃতীয় টেস্ট বাঁচানোর লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল পন্থের ৯৭ রানের ইনিংস। চতুর্থ টেস্টের পঞ্চম দিনে তার ৮৯ রানের ইনিংস ভারতকে ৩২৮ রান তুলতে সাহায্য করেছে। ঋষভ বলেন, 'আমি র্যাংকিংয়ের ব্যাপারে জানতাম না। আমার কাজ শুধু ভারতের হয়ে ম্যাচ জেতানো।'
মন্তব্য