kalerkantho

শনিবার । ২১ ফাল্গুন ১৪২৭। ৬ মার্চ ২০২১। ২১ রজব ১৪৪২

শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্টিক সিরিজ জয়ের সুযোগ ইংল্যান্ডের

অনলাইন ডেস্ক   

২১ জানুয়ারি, ২০২১ ১৭:৪৫ | পড়া যাবে ২ মিনিটেশ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্টিক সিরিজ জয়ের সুযোগ ইংল্যান্ডের

দাপট দেখিয়ে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারায় ইংল্যান্ড। ফলে সিরিজে তারা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও দাপট দেখাতে মরিয়া জো রুটের দল। ড্র বা জয় তুলে নিতে পারলেই তারা শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্টিক সিরিজ জয়ের স্বাদ নেবে। এর আগে তারা ২০১৬ ও ২০১৮ সালে সিরিজ জিতেছিল। গলে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে টেস্টটি।

গত বছরের মার্চে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলো ইংল্যান্ড। ওই সময় করোনাভাইরাসের প্রার্দুভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়লে সফর শুরু না করেই তারা নিজেদের দেশে ফিরে যায়। অবশেষে দশ মাস পর বিলম্বিত হওয়া সিরিজটি গত ১৪ জানুয়ারি শুরু করে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। যদিও সফরকারী দলের দুই বড় তারকা বেন স্টোকস ও জোফরা আর্চার নেই। এছাড়া করোনা পজিটিভ হওয়ায় দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগেই ছিটকে পড়েন অলরাউন্ডার মঈন আলী।

প্রথম টেস্টের দুর্দান্ত পারফরমেন্স পরের ম্যাচেও অব্যাহত রাখতে চায় ইংল্যান্ড। এমনটাই বললেন দলের ওপেনার ডম সিবলি, 'আমরা প্রথম টেস্টে দারুন খেলেছি। ধারাবাহিকতা থাকলে, দ্বিতীয় ম্যাচেও জয় সম্ভব। আমাদের লক্ষ্য সিরিজ জয়। এজন্য আরও একবার দুর্দান্ত পারফরমেন্স করতে হবে।'

সিরিজ হার এড়াতে জয় ছাড়া কিছুই ভাবছে না শ্রীলঙ্কা। ওপেনার থিরিমান্নে বলেন, 'আমরা সিরিজে পিছিয়ে পড়েছি। সিরিজ হার এড়াতে এখন জয় ছাড়া কোনো পথ খোলা নেই। ব্যাটসম্যান-বোলারদের একত্রে জ্বলে উঠতে হবে। অতীতেও পিছিয়ে পড়ে আমরা লড়াইয়ে ফিরেছি। এবারও এর ব্যতিক্রম হবে না বলে, প্রত্যাশা করছি।'

মন্তব্যসাতদিনের সেরা