kalerkantho

শনিবার । ১৪ ফাল্গুন ১৪২৭। ২৭ ফেব্রুয়ারি ২০২১। ১৪ রজব ১৪৪২

নবজাতককে আড়ালে রেখেই প্রকাশ্যে এলেন কোহলি-আনুশকা

অনলাইন ডেস্ক   

২১ জানুয়ারি, ২০২১ ১৭:১৪ | পড়া যাবে ১ মিনিটেনবজাতককে আড়ালে রেখেই প্রকাশ্যে এলেন কোহলি-আনুশকা

সবাই জেনে গেছেন যে প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি আর আনুশক শর্মা। সেই কন্যা সন্তানের জন্ম হওয়ার পরে প্রথমবার প্রকাশ্যে দেখা গেল এই জুটিকে। গত ১১ জানুয়ারি কন্যা সন্তান হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন কোহলি। তারপর বৃহস্পতিবারই তাদের প্রথম একসঙ্গে দেখা গেল। তবে তাদের মেয়েকে দেখা যায়নি।

মুম্বাইয়ের বান্দ্রায় এই সেলিব্রিটি দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছে। কোহলি ছিলেন আপাদমস্তক কালো পোশাকে ঢাকা। চোখে কালো সানগ্লাসের পাশাপাশি মুখে মাস্ক ছিল। ক্যামেরার সামনে আঙুল তুলে পোজ দিতেও দেখা যায় তাকে। আনুশকার পরনে ছিল ডেনিম শার্ট এবং ডেনিম জিন্স। পাশে কালো রংয়ের সাইড ব্যাগ।

আনুশকার মুখেও মাস্ক ছিল। ক্যামেরার সামনে পোজ দিলেও নিজেদের সুরক্ষা নিয়ে কোনও রকম আপস করতে চাননি তারা। উল্লেখ্য, সন্তান জন্মের পর নিরাপত্তা বাড়িয়ে দিয়েছিলেন এই সেলিব্রিটি দম্পতি। সংবাদমাধ্যমকে অনুরোধ করেছিলেন তাদের মেয়ের ছবি না তুলতে। আশ্বাস দিয়েছিলেন, সময়মতো ছবি তারা ঠিক পেয়ে যাবেন। সেই আশ্বাস পূরণ হওয়ার অপেক্ষায় ভক্তরা।

মন্তব্যসাতদিনের সেরা