উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদকে আউট করে সাকিবদের উল্লাস। ছবি: এএফপি
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিরপুুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যক্তিগত দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পান সাকিব। দুর্দান্ত এক ডেলিভারিতে আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করেন তিনি।
এরপর সাকিবের বলে স্টাম্পিংয়ের শিকার হন ক্যারিবীয় অধিনায়ক জেসম মোহাম্মদ। নিজের পঞ্চম ওভারে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এনক্রুমাহ বনারকে। প্রতিবেদন লেখার সময় উইন্ডিজের স্কোর ১৯ ওভারে ৫ উইকেটে ৫৬ রান। সাকিব এখন পর্যন্ত ৪ দশমিক ৪ ওভারে বোলিং করে ৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।
২০১৯ সালের ২১ সেপ্টেম্বর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। সেটি ছিল আফগানিস্তানের বিপক্ষে টি ২০ ম্যাচ। সে ম্যাচে ৪৫ বলে ৭০ রানের ইনিংস খেলেছিলেন, পাশাপাশি নিয়েছিলেন দুটি উইকেটও। এরপর সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়।
গত বছর অক্টোবরে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বঙ্গবন্ধু টি ২০ কাপ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরেন সাকিব। আজ ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তিনি।
মন্তব্য