kalerkantho

বৃহস্পতিবার । ১৯ ফাল্গুন ১৪২৭। ৪ মার্চ ২০২১। ১৯ রজব ১৪৪২

যেসব টিভিতে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

অনলাইন ডেস্ক   

২০ জানুয়ারি, ২০২১ ০৯:২৭ | পড়া যাবে ১ মিনিটেযেসব টিভিতে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

ফাইল ছবি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ ২০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট  ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। করোনার কারণে দীর্ঘ বিরতির পর আজ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা।

তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। উইন্ডিজ সিরিজের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের তিনটি চ্যানেল টি-স্পোর্টস, নাগরিক টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

সিরিজের সম্প্রচার স্বত্ব পাওয়া বেনটেক লিমিটেড ১৭ কোটি ৯৭ লাখ টাকায় স্বত্ব কেনার পর সেটি বিক্রি করেছে টি-স্পোর্টস ও নাগরিক টিভির কাছে।

বাংলাদেশের বাইরে ভারত, ইংল্যান্ড, মধ্যপ্রাচ্যের সব দেশ ও ওয়েস্ট ইন্ডিজে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার হবে।

মন্তব্যসাতদিনের সেরা