kalerkantho

বৃহস্পতিবার । ১৯ ফাল্গুন ১৪২৭। ৪ মার্চ ২০২১। ১৯ রজব ১৪৪২

চিন্তায় ফেলে দিয়েছিল সৌম্যর ইনজুরি

অনলাইন ডেস্ক   

১৯ জানুয়ারি, ২০২১ ২০:২৪ | পড়া যাবে ১ মিনিটেচিন্তায় ফেলে দিয়েছিল সৌম্যর ইনজুরি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ব্যাটিং পজিশন পেয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। সাত নম্বরে ব্যাট করতে নামবেন তিনি। তবে সৌম্যর ইনজুরি চিন্তায় ফেলেছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

প্রথম ম্যাচের জন্য আজ মঙ্গলবারের শেষ অনুশীলনে পেসার এবাদত হোসেনের বলে হুক করতে গিয়ে ঘাড়ে ব্যাথা পান সৌম্য। ইনজুরিতে পড়ার তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা বলেছেন, ইনজুরি গুরুতর নয়।

বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরি আজ বলেন, 'সৌম্য এখন ভালো আছে। সে ঘাড়ে ব্যাথা পেয়েছে, তবে চিন্তার কিছু নেই। আশা করি, আগামীকাল মাঠে নামতে পারবেন তিনি।'

মিরপুরেই হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৫ জানুয়ারি হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রত্যকটি ম্যাচই শুরু হবে সকাল ১১টা ৩০ মিনিটে। করোনার কারণে স্টেডিয়ামে কোনো দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

মন্তব্যসাতদিনের সেরা